উত্তরদিনাজপুর

বড় সুরঙ্গের হদিশ মিলল উত্তর দিনাজপুর জেলার ভারত- বাংলাদেশ সীমান্তে

উত্তর দিনাজপুর জেলার ভারত- বাংলাদেশ সীমান্তে সুরঙ্গের হদিশ মিলল। মঙ্গলবার প্রথম বড় গর্তটি দেখতে পায় চা বাগানের শ্রমিকেরা। খবর দেওয়া হয় বি এস এফ ও পুলিশকে। বি এস এফ এর ১৩৯ নম্বর ব্যাটালিয়ানের অফিসার ও এস ডি পি ও জেলা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। ঘটনাস্থল পরিদর্শন করে বি এস এফ কর্তাদের অনুমান চোরাচালান ও অনুপ্রবেশের জন্যই এই সুরঙ্গ খোঁড়ার পরিকল্পনা করা হয়েছিল।   জেলার চোপড়া থানার ওরিগছ বি এস এফ সীমান্ত চৌকির কাছে ওপার বাংলাদেশ থেকে কাটাতারের বেড়ার নীচ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ সুরঙ্গ এসে পৌচেছে এপারে ভারতীয় সীমান্তের ওরিগছ এলাকার একটি চা বাগানের পাশে। মঙ্গলবার থেকেই এলাকা ঘিরে রেখেছে বি এস এফ ও পুলিশ। সুরঙ্গের হদিশ মেলার পর থেকেই চোপড়া থানার ওরিগছ এলাকায় ব্যাপক চাঞ্চল্য  দেখা দিয়েছে। বি এস এফ এর ১৩৯ নম্বর ব্যাটালিয়ানের ফতেপুর সীমান্ত চৌকির কাছে এই ঘটনায় চরম সতর্কতা জারি করা হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে বি এস এফ ও পুলিশ। সূত্রের খবর, সুড়ঙ্গের একটি  মুখ প্রায় ১৮ ইঞ্চি ও অপরটি ১২ ইঞ্চি ব্যাসার্ধ বিশিষ্ট। অপরদিকের গর্তটির মুখ আয়তাকার, যার দৈর্ঘ্য ৪ ফুট ও প্রস্থ ২ ফুট। জেলা পুলিশ সুপার অমিত কুমার ভারত রাঠোর জানিয়েছেন, অভিযোগ  পেয়েছেন, বিষয়টি বি এস এফ এর নিয়ন্ত্রনাধীন। পুলিশ ও বি এস এফ যৌথভাবে তদন্তে নেমেছে।